Popcash

সিলেটের বন্যার খবর আজকের - বন্যা পরিস্থিতি সিলেট - sylhet bonna news today - Top 10 Laval

 সুরমার পানি কমলেও বাড়ছে কুশিয়ারায়

সিলেটে বন্যা

সিলেটে সুরমা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও বাড়ছে কুশিয়ারা নদীর পানি। বিস্তারিত জানোন

সিলেটের বন্যার খবর আজকের - বন্যা পরিস্থিতি সিলেট
সিলেটের বন্যার খবর আজকের



স্থানীয়রা জানিয়েছেন, সুরমার পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
নগরীর নিন্মাঞ্চলের বাসাবাড়ি ও রাস্তাঘাট এখনো প্লাবিত। উপশহরের প্রধান সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর পর্যন্ত ডুবে যায়। ফলে বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। সিলেটে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, ‘বর্তমানে সুরমা নদীর পানি কমেছে। কিন্তু কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলার কিছু এলাকা নতুন করে প্লাবিত হতে পারে। তবে তা মারাত্মক কিছু হবে না।’ এ ছাড়া গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, সদর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জে প্লাবিত এলাকার পানি ধীরে ধীরে কমছে তবে মানুষের দুর্ভোগ কমেনি। এদিকে নদীর পানি কমতে থাকায় নগরীতে প্লাবিত এলাকাগুলোর পানিও কমতে শুরু করেছে। তবে উপশহর, তালতলা, তেররতন, ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকায় এখনও পানি রয়েছে। নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও প্লাবিত এলাকার মানুষ এখনও অন্ধকারে রয়েছেন। এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম সংকটে রয়েছেন নগরবাসী


সিলেটের বন্যার পরিস্থিতি কেমন


সিলেটের বন্যার খবর আজকের - বন্যা পরিস্থিতি সিলেট

সিলেটের বন্যার পরিস্তিতি কমচে

ফলাফল পাওয়া গেছে: 0 বাইনারি ট্রান্সলেটর থেকে বা পিডিএফ কনভার্টার থেকে 0% চৌর্যবৃত্তি100% অনন্য নতুন অনুসন্ধান শুরু করুন

সিলেটে বন্যা পরিস্থিতি এখন আগের মতোই থাকলেও নদীর পানিও কিছুটা কমছে বলে প্রতিনিধি দ্বারা বলছেন
20 জুন, 2022 সকাল 11:21 এ সোমবার সকালে সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। সূর্যের দেখা মেলেনি। রোববার বৃষ্টি কম হলেও আজকের বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে সিলেটের নদ-নদীর পানি গতকালের তুলনায় আজ কমেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেটের সুরমা নদীর পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপদসীমা ১০ দশমিক ৬০।

সেখানে পানি এখন ১১. ৩৫। গতকাল সন্ধ্যা ৬টায় কানাইঘাট পয়েন্টে পানির স্তর ছিল ১৪ দশমিক ৮ সেন্টিমিটার। আজ সকাল ৮টার হিসাব অনুযায়ী সেখানে পানির স্তর ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার।

আরোও জানুনঃ-



এদিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে গতকাল পানি বিপদসীমার নিচে থাকলেও আজ বিপদসীমার শূন্য দশমিক ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার নিচে। সিলেট অঞ্চলে চারটি মোবাইল অপারেটরের 60টি সাইট কাজ করছে: বিটিসিএল ঘরে পানি, মুরগি নিয়ে ট্রাকে চারদিন বসবাস আজ সকালে দেখা গেছে, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে আছে। কিছু উঁচু জায়গা থেকে পানি নেমে এসেছে। তবে নিচু এলাকা এখনো আগের মতোই প্লাবিত। কোমর থেকে নেমে এক গ্লাস পানি আছে। বিশেষ করে শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শহরতলির অবস্থা খুবই খারাপ।

এই এলাকার অধিকাংশ জায়গায় বুক থেকে গ্লাস পানি। এ ছাড়া কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, দক্ষিণ সুরমা, সিলেট সদর, বিশ্বনাথসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৪৯৮টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৭৩২ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া ৩১ হাজার গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, আশ্রয়কেন্দ্রসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন স্থানে নৌযান সংকটের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাড়ানো হচ্ছে আশ্রয়কেন্দ্রের সংখ্যা

Next Post
1 Comments
  • Md Rayel khan
    Md Rayel khan June 22, 2022 at 4:43 AM

    এরকম নিউজ আরো চাই প্লিয দিবেন

Add Comment
comment url

Popcash

Popcash

https://www.toprevenuegate.com/cqk0ztg190?key=26c50c7d862888568a7629b0ad4a4e38